আমাদের ভারত, দিঘা, ৩ ডিসেম্বর: বিশ্ব প্রতিবন্ধী দিবসে সৈকত শহরে মানসিক ভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। মানসিক কিংবা শারিরীক ভাবে প্রশিক্ষণ পেলে এরাও আর পাঁচটা ছেলে মেয়ের মত আগামী দিনে এগিয়ে যেতে পারবে। বিশ্ব প্রতিবন্ধী দিবসে দিঘার সৈকত নগরীতে পঁচিশ জন এমনই ছেলে মেয়েকে নিয়ে প্রশিক্ষণ শিবির হল।
কোলকাতা আরবেন স্কুল, ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ও দুর্গাপুর মাউন্টেনার্স অ্যাসোশিয়েশনের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির হয়। নিজেদের ছেলে মেয়েদের স্বাভাবিক ছন্দে ফেরাতে এই প্রশিক্ষণ শিবিরে নিয়ে আসতে পেরে খুশি অভিভাবকরা। বীচ ট্রেকিং, রোপ নেটিং সহ বিভিন্ন খেলার মধ্য দিয়ে এই সব শিশুদের ট্রেন্ডই করা হয়। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন (ইস্ট জোন) এর চেয়ারম্যান উজ্জ্বল গাঙ্গুলি। আরবেন স্কুলের প্রিন্সিপাল ইপসিতা দাস, সম্পাদক নির্মল দাস সহ বিশিষ্টজনেরা। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে শিশুদের আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।