পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের মনোনীত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালিপদ সরেন(খেরওয়াল)কে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে গোপীবল্লভপুর-২নং ব্লকের রান্টুয়া এসএস অতিথি শালায় দলীয় প্রশিক্ষণ শিবির করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল।
উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শর্বরী অধিকারী সহ ব্লক নেতৃত্ব, অঞ্চল সভাপতি, জেলা পরিষদের সদস্য,পঞ্চায়েত সমিতির সদস্য,পঞ্চায়েত প্রধান এবং সমস্ত বুথ সভাপতিরা।