হাওড়া খড়গপুর শাখায় শুরু হল ট্রেন চলাচল 

জে মাহাতো, মেদিনীপুর, ১১ নভেম্বর:
প্রায় সাড়ে সাত মাস পরে বুধবার থেকে হাওড়া খড়গপুর শাখায় লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চালু হওয়ার আগে মঙ্গলবার সন্ধ্যায় খড়গপুর ও মেদিনীপুর স্টেশন পরিদর্শন করে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন জিআরপি, আরপি এফের শীর্ষ কর্তারা এবং স্টেশন ম্যানাজার। স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা করে জায়গা চিহ্নিত করে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে খড়গপুর স্টেশনে আটটি এবং মেদিনীপুর স্টেশনে তিনটি প্লাটফর্মে  গোলাকৃতি চিহ্ন  এঁকে স্থান নির্দিষ্ট করা হয়েছেl

দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর বিভাগ সূত্রে জানা গেছে, স্টেশনে সবরকম ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রেল পুলিশ এবং বাইরে রয়েছে রাজ্য পুলিশ। তাদের দায়িত্ব পালন বিষয়ে স্টেশন ম্যানেজারের সাথে পুলিশ কর্তারা আলোচনা করেন। বুধবার ভোর ৪টা ৫মিনিটে প্রথম এবং পাঁচটা ৪২ মিনিটে দ্বিতীয় ট্রেন মেদিনীপুর থেকে হাওড়ার  উদ্দেশ্যে রওনা দেয়l অন্যদিকে খড়গপুর থেকে ভোর তিনটায় প্রথম এবং তিনটা ৫০ মিনিটে দ্বিতীয় ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, কোনো যাত্রী মাস্ক আনতে ভুলে গেলে স্টেশনে মাস্ক কেনার ব্যবস্থা রয়েছে এবং ট্রেন যাত্রীদের প্রত্যেককেই থার্মাল স্ক্রীনিং করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *