আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩ ফেব্রুয়ারি: শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। বাঘাযতীন রেল গেটে একটি গাড়ি ধাক্কা মারায় ওভার হেডের তার ছিঁড়ে যায়। আর সেই কারণেই শিয়ালদহ দক্ষিণ শাখায় আপাতত ট্রেন চলাচল বিপর্যস্ত। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
রেল দফতর সুত্রে খবর, এদিন দুপুর বারোটা নাগাদ একটি কম্প্যাক্টর গাড়ি বাঘাযতীন রেলগেট পার হওয়ার সময় গেটে ধাক্কা মারে। সেই রেলগেটে ধাক্কার ফলে ডাউন লাইনের ওভারহেডের তার ছিঁড়ে যায়। আর এরফলেই শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে ইতিমধ্যেই সোনারপুর থেকে টাওয়ার ভ্যান ওভার হেডের তার মেরামতির কাজ শুরু করেছে।