কুমারেশ রায়, মেদিনীপুর, ২৫ জুন: মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘাটাল পাঁশকুড়া সড়কের খুকুড়দহ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ জুন শুক্রবার দুপুর দুটো নাগাদ ঘাটালের দিক থেকে যাওয়া একটি লরির সাথে পাঁশকুড়ার দিক থেকে আসা একটি মারুতি গাড়ির সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায় মারুতি গাড়িটি। ঘটনায় মারুতি গাড়ির পেছনে থাকা একজন সাইকেল আরোহীও গুরুতর আহত হন। এই ঘটনায় সাইকেল আরোহী সহ ওই মারুতি গাড়ির চালক জখম হয়েছেন। আহত মারুতির চালককে চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দারা খুকুড়দহ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আহত সাইকেলের চালককেও খুকুড়দহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনায় লরির চাললকে দাসপুর থানার পুলিশ আটক করে বলে জানা গিয়েছে।