আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ জুন: সুইমিংপুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক বালকের। ঘটনার জেরে মঙ্গলবার রাতে ব্যপক উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে।
জানাগেছে, মৃত প্রতীক বিশ্বাসের বয়স আট বছর। ব্যারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটি ক্লাবে দু’বছর ধরে সাঁতার শিখছিল সে। গতকালও প্রতিদিনের মত এসেছিল মায়ের সাথে। অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল। সাঁতার শেষ হয়ে গেলে সবাই জল থেকে সে উঠে পড়ে। প্রতীকও উঠে পড়েছিল বলে ট্রেনারদের দাবি। কিন্তু তার কিছু পর থেকে প্রতীকুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে জল থেকে তার দেহ উদ্ধার হয়। ব্যারাকপুরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। অন্যান্য অভিভাবকদের অভিযোগ, ট্রেনারের গাফিলতিতে প্রাণ যায় প্রতীকের। এ ঘটনায় এলাকার শোকের ছায়া। এরপর অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে। পরে টিটাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস তদন্তের আশ্বাস দিয়েছেন।