জে মাহাতো, মেদিনীপুর, ৩ এপ্রিল: পশ্চিম মেদিনীপুরে দক্ষিণ-পূর্ব রেলের, বালিচক এবং ডুঁয়া রেল স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে কর্মরত ৩ জন গ্যাংম্যানের। জানা গেছে, বাপি নায়েক, মানিক মণ্ডল, নৃপেন পাল নামে তিনজন গ্যাংম্যান ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। কিষান বেসরা নামে আরো এক গ্যাংম্যান আহত হয়েছেন। আজ সকালে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ফলকনামা এক্সপ্রেসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং যথাযথ তদন্তের দাবি জানান হয়েছে। কমিটির সম্পাদক কিংকর অধিকারী মৃত শ্রমিকদের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন।

