সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ ডিসেম্বর: নগর কীর্তন করতে বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭০ বছরের কানন বালা দে নামে এক বৃদ্ধা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ জয়পুর এলাকায়। শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, আবির খেলা এবং বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দে মত্ত ছিলেন সকলেই। সেই ভক্তিমগ্ন ভিড়ের মধ্যেই ছিলেন কানন বালা দে। সকলের মাঝে জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু হয় বৃদ্ধার।
স্থানীয় সূত্রে জানাগেছে, জয়পুর ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা লক্ষ্মী ঘোষের বাড়িতে গত ২ দিন ধরে নাম নামসংকীর্তন চলছে। শেষ দিনে নগরকীর্তন বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন এলাকার বহু ভক্ত। আর সেই শোভাযাত্রাতেই পা মেলান লক্ষ্মী ঘোষের মেয়ের শাশুড়ি কানন বালা দে। প্রথম দিকে তিনি টোটোতেই ছিলেন। শরীরে অস্বস্তী লাগায় তিনি টোটো থেকে নেমে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে হঠাৎই আরও বেশি অসুস্থ বোধ করেন ওই বৃদ্ধা। তাই তিনি সাময়িক বিশ্রাম নিতে উঠে বসেন কীর্তন দলে ব্যবহৃত ইলেকট্রিক জেনারেটার-চালিত ভ্যানের উপর। ঠিক সেই সময়ই ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। অসাবধানতাবশত তাঁর চুল জেনারেটারের চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কানন বালার।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঠিক কারণ এবং যন্ত্রের নিরাপত্তা সংক্রান্ত কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে। এই মর্মান্তিক ঘটনায় পুণ্যদিনের আনন্দ মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। কীর্তন দলের সদস্যরা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সবাই স্তব্ধ ও শোকাহত।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সেকেন্ডের অবহেলাই এমন অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণ হলো। কানন বালা দে-র আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।

