পুজোয় বজ্র আঁটুনি পুরুলিয়া জেলাজুড়ে, যান চলাচলে নিয়ন্ত্রণ

সাথী দাস, পুরুলিয়া, ২০ অক্টোবর: আদালতের নির্দেশিকা মাথায় রেখে উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এড়াতে একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। সেই লক্ষ্যে এবং করোনা পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পুজো পার করতে গাইড লাইনের উদ্বোধন করল পুরুলিয়া পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া মফস্বল থানার খনিকা গেস্ট হাউসে আনুষ্ঠানিক ভাবে এই পুজা গাইড ম্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্তাব্যক্তিরা।

পুরুলিয়া জেলা সদরের ৬৯টি পুজোর মধ্যে বিগ বাজেটের ১৪টি পুজো মণ্ডপ সহ জেলার মোট ৬২৮টি পুজোস্থলে আঁটোসাঁটো করে পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হচ্ছে। পুরুলিয়া শহরে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে ১০টি পুলিশি সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরুলিয়া শহরে শহরের সমস্ত রাস্তায় দুপুর ৩টা থেকে ভোর ৪টা পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নজরদারি চালাতে বসানো হয়েছে ৫২টি সিসিটিভি ক্যামেরা। পুলিশের পক্ষ থেকে থাকছে ২টি অ্যাম্বুলেন্স। পুজোর দিনগুলিতে আন্ত: রাজ্য সীমান্ত এলাকায় কার্যত বন্ধ করা হচ্ছে। দর্শনার্থীদের মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় মন্ডপে প্রবেশের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। পূজো কমিটিগুলোকেও প্রশাসনিক সমস্তরকম নির্দেশিকা পালনের পাশাপাশি নির্দিষ্টদিনে সময় মতো প্রতিমা বিসর্জনের জন্য জানিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে ভার্চুয়াল প্রতিমা দর্শন করলেও পুজোর আমেজ এবার যে থাকবে না তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *