আমাদের ভারত, দিঘা, ২৯ ফেব্রুয়ারি: দিঘা উন্নয়ন পর্ষদের নিউ দিঘায় দোকান উচ্ছেদের নোটিশের প্রতিবাদে পথ অবরোধ করল ব্যবসায়ীরা। আজ বিকালে নন্দকুমার দিঘা ১১৬ বি জাতীয় সড়কের নিউ দিঘার কালি মন্দিরের কাছে ব্যবসায়ীরা পথ অবরোধ করে। ফলে যানজটের কবলে পড়ে বাস ও পর্যটকদের গাড়ি। ব্যবসায়ীদের দাবি, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলার পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়। আজ সন্ধ্যায় আলোচনার আশ্বাস দিলে অবরোধ ওঠে। ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় কাজ না হলে আগামী সোমবার থেকে বৃহত্তর আন্দোলনে যাবে তারা।