স্নেহাশীষ মুখার্জী, আমাদের ভারত, নদিয়া, ১০ ফেব্রুয়ারি: শান্তিপুর, ফুলিয়া সমবায় বাজারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নির্বাচন না হওয়ায় প্রশাসক বসানো নিয়ে মত বিরোধ ব্যবসায়ীদের মধ্যো। এই বোর্ডের মেয়াদ গত ১৭ই সেপ্টেম্বর শেষ হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, এই সমবায় বাজারে প্রায় ৯০০ জন ব্যবসায়ী রয়েছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা নির্বাচনের দাবি জানালেও সম্প্রতি কোনো আলোচনা না করে গোপন ভাবে প্রশাসক মন্ডলী তৈরী করা হয় রাজ্য সরকারের সমবায় দপ্তরের পক্ষ থেকে। যা নিয়ে তৈরি হয়েছে বাক বিতন্ডা।
তারই প্রতিবাদে শুক্রবার বেলা বারোটা থেকে প্রায় দু’ঘণ্টা ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ফুলিয়া বাজার থেকে পদযাত্রা করে বিডিও অফিসে যান ডেপুটেশন জমা দিতে। এই ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো আশান্তির ঘটনা না ঘটে তার জন্য শান্তিপুর থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।