পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: আগামী ১৬ জানুয়ারি থেকে বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গনে শুরু হতে চচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- র উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট অন্ত্রেপ্রেনিয়র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ১২তম ডিস্ট্রিক্ট ট্রেড ফেয়ার এবং হস্ত শিল্প মেলা – ২০২৫। যার উদ্বোধন হবে ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টেয়। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রী ডাঃ শশী পাঁজা।
উপস্থিত থাকবেন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, সভাধিপতি প্রতিভারাণী মাইতি, জেলাশাসক খুরশিদ আলি কাদরি, আইএএস, সাংসদ জুন মালিয়া, বিধায়ক সুজয় হাজরা, দীনেন রায়, মেদিনীপুর পুরসভার পৌরপিতা সৌমেন খান এবং রাজ্য ও জেলার বিভিন্ন শিল্প সংস্থার কর্ণধার এবং কর্মকর্তারা।
রাজ্য এবং জেলার বিভিন্ন শিল্প সংস্থার উৎপাদিত দ্রব্যের প্রদর্শনী ছাড়াও এবারের মেলার বিশেষ আকর্ষণ রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্ত শিল্পীরা এই মেলায় অংশগ্রহণে করবেন। কলকাতার বিখ্যাত বুটিক কোম্পানিগুলিও এই মেলায় অংশগ্রহণ করবেন। এছাড়াও থাকছে কস্টিউম জুয়েলারি, পটের সামগ্রী, বাঁশ ও বেতের সামগ্রী, টেরাকোটার বিরাট সম্ভার। এবারের মেলায় বিশেষ আকর্ষণ লাইভ রান্না প্রতিযোগিতা। মেলা চত্বরে থাকছে সুস্বাদু খাবারের স্টল, প্রতিদিন সন্ধ্যেয় থাকবে মন ভরিয়ে দেওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান। এবাড আসছে “জি বাংলা” খ্যাত নাচের দল “আটফোড়ন”। থাকছে ফ্যাশান শো, র্যাম শো। এছাড়াও থাকছে বাণিজ্য সংক্রান্ত সেমিনার, স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং নতুন প্রজন্মকে ব্যবসার প্রতি উৎসাহিত করার জন্য ব্যবসায় সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা এবং বিজনেস প্ল্যান প্রতিযোগিতা। মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।