আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ জানুয়ারি :
দিঘা মন্দারমণি উপকূলবর্তী এলাকা সহ সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে গতকাল মাঝরাত থেকে সকাল ৭টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল হালকা ঝোড়ো বাতাস। সকাল আটটার পর থেকে আকাশ মেঘলা থাকলেও কোনও কোনও জায়গায় রোদ উঁকি দিয়েছে মাঝে মাঝে। ঘন্টা তিনেক মোটামুটি বৃষ্টি বন্ধ হলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল সারা জেলা জুড়ে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আবার ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দিঘা মন্দারমণি সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত। সকালের দিকে বৃষ্টি থাকায় পর্যটকরা গৃহবন্দি হয়েছিলেন। পরে বৃষ্টি থামায় সমুদ্র মুখী হয়েছেন অনেকে। কিন্তু ঠাণ্ডার জন্য সমুদ্রস্নানে নামেননি অনেকেই। ঝলমলে আবহাওয়া দেখে যারা গতকাল দিঘা এসেছিলেন আজকের বৃষ্টিতে অনেকটাই বিমর্ষ হয়েছেন।
সারারাত বৃষ্টির পর সকালে বৃষ্টি বন্ধ হওয়ায় অনেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। স্কুল কলেজ অফিস আদালতে মানুষজন বেরিয়েছেন। কিন্তু আবার বৃষ্টি শুরু হওয়ায় মানুষজন কিছুটা বিপাকে পড়েছেন৷ টানা বৃষ্টির ফলে কোথাও কোথাও জল জমে গিয়েছে। বৃষ্টির জন্য তাপমাত্রাও কিছুটা কমেছে।