বছরের প্রথম দিনেই সুন্দরবনে হয়রানির শিকার পর্যটকরা

আমাদের ভারত, সুন্দরবন, ১ জানুয়ারি: সুন্দরবনের শতাধিক বোটের (জলযান) লাইসেন্স বাতিল হওয়ায় নতুন বছরের প্রথম দিনেই হয়রানির শিকার পর্যটকরা। এক হাজারের বেশি পর্যটক আটকে রয়েছে সুন্দরবনের পাখিরালয়, ঝড়খালি, কৈখালী সহ একাধিক পর্যটন কেন্দ্রে।

রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবন ভ্রমণে আগত পর্যটকরা হেনস্থার শিকার হচ্ছেন সকাল থেকে। সুন্দরবন ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশন এর তরফ থেকে সোমবার সকাল থেকে সমস্ত জলযান বন্ধ রাখা হয়েছে সুন্দরবন ভ্রমণের অনুমতি পাওয়ার দাবিতে। এই ঘটনায় এদিন সকাল থেকেই হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা।

আন্দোলনকারীদের দাবি, জেলা পরিষদের তরফ থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে এই বোটগুলিকে অনুমতি দেওয়া হয়। কিন্তু সপ্তাহে মাত্র দু’দিন এই অনুমতি দেওয়া হয়। সুন্দরবনে ৮৫০ র বেশি বোট রয়েছে। কিন্তু এবার জেলা পরিষদের অফিস থেকে সঠিক ভাবে অনুমতি না মেলায় ১০০ র বেশি বোট অনুমতি পায়নি। এই বোটগুলি জেলা পরিষদের অনুমতি না পাওয়ায় বনদফতর আজ সকাল থেকেই সেগুলির ই টি এস অনলাইনে বন্ধ করে দিয়েছে। ফলে এই বোটগুলিতে যে সমস্ত পর্যটকরা বেড়াতে এসেছেন তারা সুন্দরবন ভ্রমণের সুযোগ পাচ্ছেন না। তাই পর্যটকরা, বছরের প্রথম দিনে সুন্দরবন ভ্রমণে যারা এসেছেন তারা যাতে সকলেই সুন্দরবন ভ্রমণের সুযোগ পান সেই দাবিতেই এই বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *