সততার নজির টোটোচালকের

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৭ অক্টোবর: পেশায় সামান্য একজন টোটোচালক। তাতে কী?সামাজিক দায়িত্ববোধ, সচেতনতা, সততায় তিনি তথাকথিত সভ্য সমাজের অনেকের থেকেই এগিয়ে।কোভিড পরিস্থিতিতে মানুষের আর্থিক অবস্থা এমনিতেই ভাল নয়। এমন একটি সময়ে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন ৯ লক্ষ টাকার চেক। একটি ৫ লক্ষ অন্যটি ৪ লক্ষ। তবে তিনি চেক হাতে পেয়ে তা ছিঁড়ে ফেলা বা অন্য কোনও অসত ভাবনা থেকে চেকটিকে নিজের হাতেই রেখে দেওয়া এমন কিছুই করেননি। শহরের মাধব মোর এলাকায় চেক কুড়িয়ে পেয়েই সোজা চলে আসেন আলিপুরদুয়ার থানায়। চেকটি তুলে দেন আইসি অনিন্দ্য ভট্টাচার্যের হাতে। তার চেক হাতে পেয়ে পুলিস চেকের মালিক খোকন সেনগুপ্তকে খুঁজে নিয়ে তার হাতে চেক তুলে দেন। খবরটি এদিন ছড়িয়ে পড়তেই কার্যত প্রশংসার বন্যায় ভেসে গিয়েছেন রঞ্জন সেন।

আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য বলেন, আমরা সত্যিই অবাক হয়ে গেছি। অনেকদিন পর একজন সত্যিকারের ভাল মানুষকে দেখলাম। যিনি সততার বার্তা দিয়েছেন খুব সহজে। তার এই কাজ থেকে সমাজের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত।”

রঞ্জনবাবু বলেন,”আমি আমার কাজটুকু শুধু করেছি।আগামীতেও যদি এমন ঘটনা ঘটে সেক্ষেত্রেও আমি আমার কাজ সততার সঙ্গেই করবো।তবে এই কাজের জন্য কোনও প্রশংসা বা বকশিষ চাই না।”

নিজের চেক পেয়ে খুশি খোকন সেনগুপ্ত বলেন,”এমন ঘটনা সামনে থেকে দেখে ভাল লাগছে। এখনো প্রকৃত সৎ মানুষ সমাজে আছেন তা প্রমাণ হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *