আমাদের ভারত, হাওড়া, ২৫ ডিসেম্বর: নদীতে জাল দেওয়ার সময় জালে আটকে পড়ল ৪৫ কেজি ওজনের একটি বিশাল আকারের কচ্ছপ। পরে বনদপ্তরের কর্মীরা কচ্ছপটি উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
জানাগেছে, বুধবার সকালে বাগনান থানার বাকসি গ্রাম পঞ্চায়েতের মানকুর এলাকার বাসিন্দা বাবলু মন্ডল রূপনারায়ণ নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে। স্থানীয় সূত্রে খবর, জালে বিশাল আকারের কচ্ছপটি আটকে যায়। পরে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে খবর দিলে বন দফতরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
উদ্ধার হওয়া কচ্ছপ সম্পর্কে বন দপ্তরের উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার উৎপল সরকার জানান, সামুদ্রিক কচ্ছপটি ওলিভ রেডলি প্রজাতির। কোনও কারণে সমুদ্র থেকে নদীতে চলে এসেছে। কচ্ছপটিকে পর্যবেক্ষণে রাখার পর পরিবেশে ছেড়ে দেওয়া হবে।