দাঁতনের একাধিক জায়গায় ঘুর্ণিঝড়ের তাণ্ডব, ভেঙ্গেছে ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, এখনও দগদগে পুরনো স্মৃতি। এর মাঝে ফের দাঁতনের একাধিক জায়গায়
ঘুর্ণিঝড়ের তাণ্ডব। মঙ্গলবার বিকেলে প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক জায়গায় তছনছ হয়েছে। তবে ক্ষণিকের ঘূর্ণিঝড়ে বেশ ক্ষতি হয়েছে এলাকায়।

এদিন একাধিক পঞ্চায়েত এলাকা চকইসমাইলপুর, আঙ্গুয়া, দাঁতনের ওপর দিয়ে বয়ে যায় ঝড়। বেশ কয়েকটি গাছ পড়ে যায়, বিদ্যুতের খুঁটিও ভেঙ্গছে। গ্রামের মধ্যে মাটির বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। যে কারণে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

দাঁতনে ১৯৯৮ সালের ঘূর্ণিঝড় টর্নেডোর পুরনো স্মৃতি মনে পড়ে যায় অনেকের। ঘূর্ণিঝড়ে গাছ পড়ে বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙ্গেছে। ভেঙ্গেছে একাধিক বড় গাছ ও বিদ্যুতের খুঁটি। একাধিক এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন। শরশঙ্কা ও চকইসমাইলপুর এলাকায় রাস্তার ওপর একাধিক গাছ পড়ায় যাতায়াত বন্ধ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত যান চলাচল স্তব্ধ হয়ে যায় এদিন। এদিনের ঝড়ে সম্পূর্ণ ভেঙ্গে গেছে দাঁতনের সোনাকোনিয়াতে প্রশাসনের তৈরি অস্থায়ী সহায়তা কেন্দ্র। এখান থেকে ট্রেন দুর্ঘটনায় ফেরা মানুষদের বিভিন্ন সহায়তা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই কেন্দ্র খোলা হয়েছিল। ওড়িশা সীমান্তবর্তী এলাকায় এই অস্থায়ী কেন্দ্রটিও সম্পূর্ণ ভেঙ্গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *