ভারতীয় বায়ুসেনা দিবসে শুভেচ্ছা বিজেপির শীর্ষনেতাদের

আমাদের ভারত, ৮ অক্টোবর: ভারতীয় বায়ুসেনা দিবসে শুভেচ্ছা জানালেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, সহ সভাপতি দিলীপ ঘোষ, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত জুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জেপি নড্ডা শনিবার টুইটারে লেখেন, “বিমান বাহিনী দিবসে আমাদের বিমান বাহিনীর কর্মীদের এবং তাদের পরিবারকে উষ্ণ শুভেচ্ছা। ভারতীয় বিমান বাহিনী সততা ও অত্যন্ত নিষ্ঠার সাথে দেশের সেবা করছে, এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমাদের সহায়তা করছে। এই বিশিষ্ট সেবা এবং আমাদের আকাশ রক্ষা করার জন্য আমরা তাদের শ্রদ্ধা জানাই।“

দিলীপবাবু টুইটারে লিখেছেন, “৯০তম ভারতীয় বায়ুসেনা দিবসে সকল বায়ুসেনা জওয়ানদের শুভেচ্ছা জানাই। আপনারা আছেন বলে আজ আমরা সুরক্ষিত। শুধু যুদ্ধকালীন পরিস্থিতিতেই নয়, দেশের অভ্যন্তরে নানা বিপদে, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাতার ভূমিকা পালন করেন বায়ুসেনারা।“

সুকান্তবাবু রিটুইট করেছেন এব্যাপারে বিজেপি-র সর্বারতীয় সভাপতি জেপি নড্ডার টুইট। শুভেন্দুবাবু টুইটারে তাঁর শুভেচ্ছাপত্রে বায়ুসেনাদের অভিহিত করেছেন ‘আকাশের অভিভাবক’ হিসাবে।

আনুষ্ঠানিকভাবে, ভারতীয় বিমান বাহিনী ১৯৩২-এর ৮ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল৷ এই বছর ভারতীয় বিমান বাহিনী দিবসের ৯০ বর্ষপূর্তি৷ দিনটি সারা দেশে বিভিন্ন সামরিক বিমানক্ষেত্রে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *