আমাদের ভারত, ৩ নভেম্বর: দুর্গাপুজো কাটতে না কাটতেই বইতে শুরু করেছে উত্তরে হাওয়া। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই তাপমাত্রাও কমতে শুরু করল। শীঘ্রই জাঁকিয়ে হাড় কাঁপানো ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আলিপুর হাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গে পারদ নামতে শুরু করবে। এক ধাক্কায় অনেকটাই কমতে পারে তাপমাত্রা। ভোররাতের দিকে শিরশিরে কাঁপুনিও ধরাবে শীতের অনুভূতি।
হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাতে তাপমাত্রা নেমে যাবে কুড়ি ডিগ্রির নিচে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বুধবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে মঙ্গলবার সকালেই ঘন কুয়াশায় ঢেকে ছিল শহর ও শহরতলী। আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রী।
অন্যদিকে ৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও কমবে। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।