আমাদের ভারত, ১৮ আগস্ট: রাস্তায় বেঁধে রেখে ব্যাপক মারধর করা হলো সেনা জওয়ানকে। টোল প্লাজায় বচসা ঘিরে এক সেনা জওয়ানকে পোলে বেঁধে রেখে বেধড়ক মারধর করার অভিযোগ অভিযোগ উত্তর প্রদেশে। ঘটনার ভিডিও ভাইরাল হতে পুলিশ ওই টোল প্লাজার চার কর্মীকে গ্রেফতার করেছে।
উত্তরপ্রদেশের মিরাটে এই ঘটনা ঘটেছে। আক্রান্ত জওয়ানের নাম কপিল কাভাদ। তিনি ভারতীয় সেনার রাজপুত রেজিমেন্টের কর্মী। শ্রীনগরে পোস্টিং ছিল তার। ছুটিতে বাড়ি এসেছিলেন। এখন ডিউটিতে যোগ দেওয়ার জন্য দিল্লি বিমানবন্দর যাচ্ছিলেন।
উত্তরপ্রদেশের মিরাটের ভূনি টোল বুথে তিনি দীর্ঘক্ষণ জ্যামে আটকে পড়েন। দেরি হলে ফ্লাইট মিস হয়ে যাবে এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন সেনা জওয়ান। গাড়ি থেকে নেমে টোল বুথের কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে বচসা বেধে যায় বুধের কর্মীদের সঙ্গে। দলে ভারি বুথের কর্মীরা কপিলকে মারধর শুরু করে। কপিল ও তার খুরতুতো ভাইকে কমপক্ষে পাঁচজন বুথকর্মী মিলে মারধর করে। পোলে বেঁধে মারা হয়।
সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, সেনা জওয়ানকে একটি পোলে হাত মুড়িয়ে দাঁড় করিয়ে রেখে লাগাতার মারা হচ্ছে।
পুলিশ সুপার জানিয়েছেন, ভাইরাল ভিডিওর ভিত্তিতে এফ আই আর দায়ের করা হয়েছে। টোল বুথের সিসিটিভি ফুটেজ দেখে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।