Suvendu, TMC, “তোলামূলের বাংলা ও বাঙালি প্রেম…,” কটাক্ষ শুভেন্দুর

আমাদের ভারত, ২৫ আগস্ট: মনীষীদের ছবি-সহ জায়গা আবর্জনা স্তুপে পরিণত করেছে পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার সামাজিক মাধ্যমে এই অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনটি ছবি যুক্ত করে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “ছবিটি কৃষ্ণনগর পৌরসভার যাত্রী প্রতীক্ষালয়ের, যেখানে দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসু, প্রণম্য কবি দ্বিজেন্দ্রলাল রায় থেকে প্রাতঃস্মরণীয় স্বামী বিবেকানন্দ তিন জনের ছবি লাগানো রয়েছে। এখন জায়গাটি আবর্জনা স্তুপে পরিণত করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, এই আপনাদের বাংলা ও বাঙালি প্রীতি? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ও ওনার দলীয় নেতৃত্ব বাংলা ও বাঙালি জাতির আবেগকে ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য কাজে লাগাতে জানেন, প্রকৃত সম্মান করেন না।

একদিকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী দিল্লিতে ‘কর্তব্য পথে’ দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তি স্থাপন করেন, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা নেতাজী সুভাষ চন্দ্র বসু ও দেশপ্রেমিক কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মভূমি কৃষ্ণনগরেই ওনার ছবি ছিঁড়ে ঐ জায়গাটিকে আবর্জনার স্তুপে পরিণত করে।

আসলে দুর্নীতিগ্রস্ত তৃণমূল দল এবং তোষণবাজ তৃণমূল সরকার বাংলা ও বাঙালি বিদ্বেষী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *