আমাদের ভারত, নদীয়া, ১ সেপ্টেম্বর: মদ খাবার টাকার জন্যও তোলাবাজি? তা–ও কিনা তৃণমূল নেতার কাছে? তিনি আবার যে সে নেতা নন, খোদ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামী। টাকা না দেওয়ায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল তাঁর।
সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের বাগানি পাড়ার বাসিন্দা পেশায় কাপড় ব্যবসায়ী নিতাই মন্ডল। তাঁর স্ত্রী অনীতা মন্ডল শান্তিপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা। সোমবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন নিতাই মণ্ডল। অভিযোগ, ফেরার পথে শান্তিপুর চিন্তাহরণ গোস্বামীর বাগানের কাছে কিছু যুবক তাকে ঘিরে ধরে ও মদ্যপানের জন্য টাকা দাবি করে। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করলে ওই যুবকেরা নিতাই মন্ডলকে ব্যাপক মারধর করে। বন্দুকের বাঁট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয়। তাঁকে মারধর করে দুষ্কৃতিরা চলে যায়। ঘটনায় গুরুতর আহত নিতাইবাবু। ঘটনার পর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিতাইবাবু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

