আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ জুন: নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় এক যুবক। সোমবার দুপুরে এই ঘটনা ভরতপুর থানার গড্ডা গ্রামের কাছে ময়ূরাক্ষী নদীর সর্বেশ্বর ঘাটে।
নিখোঁজ যুবকের নাম রূপচাঁদ সেখ। বাড়ি গড্ডা গ্রামে। কাল দুপুরে গ্রামের বেশ কয়েকজন যুবক ময়ূরাক্ষী নদীতে স্নান করতে নামে। জলের স্রোতে তলিয়ে যায় রূপচাঁদ শেখ। তার খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘসময় খোঁজাখুঁজির পরেও তাঁর হদিস মেলেনি। অবশেষে আজ মঙ্গলবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দফতর পক্ষ থেকে শুরু করা হল তল্লাশি। চব্বিশ ঘণ্টা হতে চললেও এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি। গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গ্রামে পৌঁছেছে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন।