স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৮ নভেম্বর: ৪০ দিন নিখোঁজ থাকার পর আজ তিস্তা ক্যানেল থেকে উদ্ধার হল এক কিশোরের পচাগলা দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লোহাগাছি গ্রামের। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
জানা গেছে, ৪০ দিন আগে লোহাগাছি গ্রামে তিস্তা ক্যানেলের জলে তলিয়ে গিয়েছিল মহাদেব মুখিয়া নামে এক কিশোর। স্থানীয় মানুষ এবং বির্পযয় মোকাবিলা দল খোঁজাখুজি করেও তার হদিশ করতে পারেনি। আজ সকালে ওই ক্যানেলেই তার দেহ ভেসে ওঠে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গোয়ালপোখর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয়। পুলিশ জল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠায়।
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, তিস্তা ক্যানেলে তলিয়ে যাবার খবর পেয়ে পুলিশ বির্পযয় মোকাবিলা দলকে দিয়ে খোঁজ করিয়ে দেহ উদ্ধার করতে পারেনি। আজ দেহ জলে ভেসে ওঠে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে। গোয়ালপোখর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।