Suvendu, BJP, চিন্ময় প্রভুর ব্যাপারে ভারতের বিদেশমন্ত্রীকে জরুরি পদক্ষেপ করার আর্জি শুভেন্দুর

আমাদের ভারত, ২৫ নভেম্বর: চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ব্যাপারে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করকে জরুরি পদক্ষেপ করার আর্জি জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার শুভেন্দুবাবু কৃষ্ণ দাস প্রভুর ভিডিও বার্তা যুক্ত করে এক্স হ্যান্ডলে লিখেছেন, “বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে বিশিষ্ট তেজস্বী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অপহরণ করেছে গোয়েন্দা পুলিশ। তিনি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের অস্তিত্ব ও মর্যাদার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশি সনাতানি সম্প্রদায় আশঙ্কা করছে যে, মোঃ ইউনুসের চরম শাসন যে কোনও স্তরে নেমে যেতে পারে।”

শুভেন্দুবাবু লিখেছেন, “আমি বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করকে অনুরোধ করছি দয়া করে বিষয়টিকে গুরুত্ব দিয়ে জরুরি পদক্ষেপ করুন। বাংলাদেশ সরকার তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। তিনি বলেছিলেন, “আমি সবার কাছে অনুরোধ করছি, যে কোনও সময় আমাকে গ্রেফতার করা হবে। আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে বাঁচিয়ে রাখুন।”

শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ভিডিও-বার্তা যুক্ত করে শুভেন্দুবাবু লিখেছেন, “এটাই আশঙ্কা করেছিলেন এবং এই বার্তাটি আগে ভাগ করেছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *