সাথী দাস, পুরুলিয়া, ২ জুলাই: পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের দুই অস্থায়ী নিরাপত্তা সুপারভাইজারের বচসা ও হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল। সিনিয়র সুপার ভাইজার সীমা যাদব জানান, কোভিড ১৯ এর জন্য জরুরি ভিত্তিতে যে ১৫০ জন কর্মী নিযুক্ত হন পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে। ওদের মধ্যে ১৪৮ জনের উপর অমানবিক ব্যবহার ও অশ্লীল ভাষায় কথা বলতেন সুপারভাইজার পদে কর্মরত বিদ্যুৎ গাঙ্গুলি। সেই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান সীমা যাদব। অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যুৎ গাঙ্গুলি।
বৃহস্পতিবার হাসপাতাল ওয়ার্ড মাস্টারের রুমে এই নিয়ে বচসা হয় দুই সুপারভাইজারের মধ্যে। উত্তেজনা চরমে পৌঁছে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। দুজনেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।