স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১২ নভেম্বর: ”বিহারের ভোটে সাম্প্রদায়িক শক্তি (বিজেপি)কে আটকানোর প্রয়াস নিয়েছিল বিরোধীরা এবং সেক্ষেত্রে আংশিক সফল হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই ধরনের সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে সমস্ত রাজনৈতিক শক্তিকে একজোট হয়ে লড়াইয়ে নামতে হবে।” বিহার রাজ্যের ভোট নিয়ে ইউ পি এ জোটের ফলাফল সম্পর্কে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
আজ রায়গঞ্জ শহরের পূর্ব নেতাজীপল্লীতে সিপিএম এর দক্ষিণ জোনাল পার্টি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আসেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম, দলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
বিহারের ভোটে এনডিএ’র বিরুদ্ধে ফলাফল সম্পর্কে বিমান বসু বলেন, বিহারে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে আংশিক সফল হয়েছে মহাজোট। এরাজ্যের বিধানসভা ভোটেও সাম্প্রদায়িক শক্তি ও সাম্প্রদায়িক শক্তিকে সহযোগিতা করার জন্য যে দল(তৃণমূল) রয়েছে তাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান তিনি।