আমাদের ভারত, মেদিনীপুর, ২০ এপ্রিল: করোনা সংক্রমণ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে সোমবার খড়্গপুরের গোল বাজার এলাকার ভান্ডারী চকের সামনে একটি করোনা ভাইরাসের মডেল বসানোর উদ্যোগ নেওয়া হয়। খড়গপুর পৌরসভার উদ্যোগে এদিন করোনা ভাইরাসের মডেলটি শহরের জনবহুল এলাকা ভান্ডারী চকে বসানোর সময় উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান তথা খড়গপুররের বিধায়ক প্রদীপ সরকার।
প্রদীপ বাবু জানান, সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের ভয়াবহতা বিষয়ে সচেতনতা বাড়াতে পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।