আমাদের ভারত, আরামবাগ, ৩০ আগস্ট: পরিবেশ রক্ষায় আজ বৃক্ষ রোপণ করল যুব তৃণমূল কংগ্রেস। এছাড়া বেশ কিছু মানুষকে বস্ত্র এবং খাদ্যসামগ্রী দেওয়া হয়।
আজ সোমবার আরামবাগের মায়াপুর এক নম্বর অঞ্চলের কল্যাণ কেন্দ্রে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। আচার্য প্রফুল্ল চন্দ্র সেনের স্মৃতি বিজড়িত আবাসন চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আচার্য প্রফুল্ল চন্দ্র সেন এই মায়াপুরে বেশ কিছুদিন ছিলেন। এদিন প্রফুল্ল চন্দ্র সেনের মূর্তিতে মাল্যদান করেন যুব নেতা পলাশ রায়। অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল নেতা মনসা মালিক ও বহু তৃণমূল নেতাকর্মীরা।
আরামবাগ জেলা সাংগঠনিক যুবনেতা পলাশ রায় বলেন, প্রফুল্ল চন্দ্র সেনের স্মৃতি বিজড়িত আবাসন চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষ রোপণের পাশাপাশি বাড়ি বা এলাকায় রোপণ করার জন্য বেশ কয়েকজনকে চারাগাছ দেওয়া হয়। তার সাথে আমরা এলাকার বেশ কিছু মানুষকে বস্ত্র ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।