রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়নের প্রচার করতে জেলা সফরে জাতীয় সাইক্লিস্ট প্রণতি

সাথী দাস, পুরুলিয়া, ৩১ ডিসেম্বর: রাজ্য সরকারের গত দশ বছরের উন্নয়ন মূলক প্রকল্পের প্রচার করতে জেলা সফর শুরু করলেন জাতীয় সাইক্লিস্ট প্রণতি দাস। মুখ্যমন্ত্রীর জনমুখী কাজের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে সাইকেলের প্যাডেলে ভর দিয়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়লেন। রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন থেকে তাঁর যাত্রা শুরু হয়। সাড়ে তিনশ কিলোমিটার পাড়ি দিয়ে পুরুলিয়া, বীরভূম হয়ে দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই প্রচার করবেন তিনি। উত্তর বঙ্গেও উন্নয়নের বার্তা দিতেই এমন উদ্যোগ সাহসিনীর।

হাঁটা এক্কেবারে অপছন্দ তাঁর। তাই তো ছোট থেকেই পশ্চিম বর্ধমানের আসানসোলের নিউটাউনের বাসিন্দা প্রণতি দাসের বাহন যেন সাইকেল। নিজেকে নিয়ে ডুবে থাকতে শেখেননি তিনি। পরিবর্তে বিভিন্ন ইস্যু নিয়ে সকলকে সচেতন করার উদ্দেশ্যে বার বার বাড়ি থেকে বেড়িয়ে পড়েছেন প্রণতি। সেক্ষেত্রে তাঁর ভরসা ওই একমাত্র সাইকেল। প্যাডেলে চাপ দিয়ে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে গিয়েছেন ওই মহিলা। বয়স পঞ্চাশের গণ্ডি ছুঁই ছুঁই। আন্তরিক মুখ্যমন্ত্রীর জনকল্যাণকর প্রকল্পের ইচ্ছা আজও পাগল করে তোলে তাঁকে। তাই তো প্যাডেলে চাপ দিয়ে আবারও বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন প্রণতি।

আজ পুরুলিয়ায় এসে পৌঁছাতেই তাঁকে স্বাগত জানান, তৃণমূলের মহিলা নেত্রীরা। আজই পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা প্রকল্পের প্রচার চালান এই সাইক্লিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *