আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ মার্চ: করোনার সংক্রমণ বন্ধ করতে ৫১ সতী পীঠের এক পিঠ তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে দর্শনার্থীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হল। আজ থেকে নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি ও পুন্যার্থীদের মানত করা ভোগ নিবেদন। দূর থেকেই মাকে প্রণাম করে ফিরে যেতে হবে পুন্যার্থীদেরকে।
পূর্ব মেদিনীপুরের তমলুকের পার্বতীপুরে দেবী বর্গভীমার মন্দির। কথিত আছে ৫১ সতী পীঠের একটি পিঠ এই বর্গভীমা মন্দির। প্রতিদিনই কয়েক হাজার মানুষের সমাগম হয় এই মন্দিরে। বিয়ে, অন্নপ্রাশন ও উপনয়ন উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। ফলে প্রতিদিনই কয়েক হাজার মানুষের ভিড় লেগে থাকে এই মন্দির চত্বরে। শুধু এলাকার নয় বহু দূর-দূরান্ত থেকে মানুষজন আসেন এই মন্দিরে পুজো দিতে। বিভিন্ন ধরনের মানুষ দেবীর কাছে মানত করেন এবং তা পূরণ হলে পুজো দিতে আসেন। অনেকেই বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান উপলক্ষ্যে মায়ের কাছে ভোগ দিয়ে আত্মীয়-স্বজনকে খাওয়ান। বর্তমান পরিস্থিতিতে এই ভিড় থেকে যাতে কোনো রকমের করোনার সংক্রমণ না ঘটে তাই এই ব্যবস্থা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ জেলা প্রশাসনের অনুরোধে।
দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীর এই ব্যবস্থায় একটু অসুবিধায় পড়লে তারাও মেনে নিয়েছেন এই ব্যবস্থা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন আপাতত ৩১ শে মার্চ পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। পরে প্রশাসনের নির্দেশমতো কাজ হবে।