Midnipur, Women, লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করা, মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে দেওয়া হলো ৩৫০ কোটি টাকা ঋণ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ডিসেম্বর: সমাজের চালিকা শক্তি মহিলারা। তাই মহিলাদের আর্থিক ভিত মজবুত করতে এবং তাদের স্বনির্ভর করার লক্ষ্যে আজ মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার মহিলা স্ব- সহায়ক দল, ক্ষুদ্র ব্যবসায়ী, মৃৎ শিল্পীদের মিলিয়ে মোট প্রায় ৩৫০ কোটি টাকা ঋণ প্রদান করা হলো।

এদিন মেদিনীপুর প্রদ্যুৎ স্মৃতি ভবনে এই ঋণ মেলায় ৫৫০টি মহিলা স্ব- সহায়ক দলের প্রতি দলে ১০ জন করে মোট ৫৫০০ মহিলারা অংশ নেন। তাঁদের কেউ হাঁস- মুরগি পালন করছেন, কেউ সেলাই মেশিন দিয়ে স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরি করেছেন, কেউ গয়না বড়ি, মাদুর কাঠির সামগ্রী, ধূপ ও সাবান তৈরি করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, শান্তি টুডু সহ অন্যান্য কর্মাধ্যক্ষ, ইন্ডিয়ান জোনাল ম্যানেজার মিথিলেশ কুমার সহ অন্যান্য অতিথিরা।

জেলা শাসক জানান, মহিলারা আর্থিকভাবে যতই স্বাবলম্বী হবেন ততই সমাজের উপকার হবে। এর সুফল সকলেই পাবেন। আমাদের লক্ষ্য ২০০০ কোটি টাকা ঋণ প্রদান করা। এর‌ই মধ্যে প্রায় ১২০০ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। আরও ৮০০ কোটি টাকা দেওয়া হবে। এই ঋণ প্রদানের ফলে গ্ৰামীন অর্থনীতি আরও উন্নত হবে এবং কর্মসংস্থানের‌ও সুযোগ বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *