আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ ডিসেম্বর: ব্যান্ড সহকারে শোভাযাত্রায় শ্মশানে গেল বৃদ্ধ। শতায়ু ঊর্ধ্ব প্রয়াত ঠাকুরদার শেষ যাত্রাকে স্মরণীয় করে রাখতে ব্যান্ড বাজিয়ে শ্মশানে মরদেহ নিয়ে গেলেন নাতি নাতনি ও আত্মীয় পরিজন। অভিনব ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার চুয়াগরি গ্রামে।
মৃত তুঙ্কল সিংহের বয়স আনুমানিক ১১৫ বছর। বুধবার ভোরে প্রয়াত হন তিনি। মৃত্যুর পর শোকযাত্রার পরিবর্তে ব্যান্ড বাজিয়ে যাতে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় এমনই ইচ্ছে প্রকাশ করেছিলেন তুঙ্কল সিংহ। সেইমত তার শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে এদিন ব্যান্ড ও বাদ্য সহকারে স্থানীয় খুজালুগছ শ্মশান ঘাটে বৃদ্ধের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

