আমাদের ভারত, হাওড়া, ১১ জানুয়ারি: গ্যাসের সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হল প্রাইভেট গাড়ির ২ আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ৬ নং জাতীয় সড়কে রাজাপুর থানার রঘুদেবপুরে।
জানাগেছে, শনিবার দুপুর ২টো নাগাদ গ্যাসের সিলিন্ডার বোঝাই লরিটি কোলাঘাট অভিমুখে যাওয়ার সময় রঘুদেবপুরের কাছে লরিটির সামনের চাকা ফেটে যায়। এরপরেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে চলে যায়। এদিকে এই ঘটনার সময় প্রাইভেট গাড়িটি কলকাতা অভিমুখে যাওয়ার সময় দুঘটনাগ্রস্থ লরিটির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেট গাড়িটির চালক সহ এক মহিলা গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।