আমাদের ভারত, হাওড়া, ১৫ মার্চ: কোরোনার প্রভাব এবার বেলুড় মঠেও। করোনা থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার মধ্যে ভোগ বিতরণ, প্রসিডেন্ট মহারাজকে দর্শন এবং বিশেষ করে মন্দিরে আরতির সময় একসঙ্গে বসে আরতি দেখা এখন সম্পূর্ণরূপে বন্ধ করা হল। আগত ভক্তদের জন্য বেলুড় মঠ বিশেষ ব্যবস্থা হিসাবে স্বেচ্ছাসেবকদের একটি বাহিনী তৈরি করেছে।
যারা সারিবদ্ধ ভাবে ঠাকুরকে প্রণাম এবং দর্শনের সুযোগ করে দেবেন। এছাড়াও মন্দিরে পাশে এবং বিভিন্ন জায়গায় যে জায়ান্ট স্ক্রিন আছে সেখানেও বসে যাতে ভক্তরা আরতি দেখতে পায় তার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গেস্টহাউস আপাতত বন্ধ রাখা হচ্ছে। সতর্কতামূলক বিভিন্ন পোস্টার এবং বোর্ডও বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে।