জনরোষ থেকে বাঁচতে, সিবিআইয়ের ভয়ে পঞ্চায়েত ভোট পিছিয়েছে তৃণমূল, দাবি সুকান্তর

আমাদের ভারত, ২১ এপ্রিল: জনরোষ থেকে বাঁচতে, সিবিআইয়ের ভয়ে, আর মানুষের কাছে শিক্ষা পাওয়ার ভয়ে তৃণমূল সরকার রাজ্যে পঞ্চায়েত ভোট পিছিয়েছে বলে দাবি করলেন সুকান্ত মজুমদার। তাঁর কথায় বর্তমানে ভোট হলে তৃণমূল কংগ্রেসকে মানুষ শিক্ষা দেওয়ার মেজাজে রয়েছে যা দিদির দূতরা গ্রামে গিয়ে বুঝে গেছেন। তাই ভোট পিছিয়ে এই সংযোগ যাত্রার নাটক করছে তৃণমূল বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতের মেয়াদ শেষের পথে। এই পরিস্থিতিতে মে মাসে পঞ্চায়েত ভোট হবে বলে মনে করা হচ্ছিল। মু্খ্যমন্ত্রী তার দলের কর্মসূচি দুমাস ব্যাপি সংযোগ যাত্রার কথা ঘোষণা করতেই পঞ্চায়েত ভোট পিছিয়ে জুলাই মাসে হবে বলে অনুমান করা হচ্ছে।

কিন্তু এই ভোট পিছিয়ে দেওয়ার পেছনে তৃণমূল কংগ্রেসের ভয় কাজ করছে বলেই দাবি বিজেপির রাজ্য সভাপতির। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে মানুষের কাছে গেলে মানুষ উচিত শিক্ষা দেবে বলেই পঞ্চায়েত ভোট দু’মাস পিছিয়ে দেওয়া হলো। তাঁর আরও দাবি, সিবিআইয়ের ভয়ও কাজ করছে। এছাড়াও দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টাতে মানুষের কাছে গিয়ে সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস বলে মনে করছেন সুকান্ত মজুমদার।

একই সঙ্গে তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চালান। কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাকে সাধারণ মানুষের সঙ্গে পরিচয় ঘটানোর জন্য প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত এই যাত্রার ডিজাইন করা হয়েছে।

বিজেপি নেতা আরো বলেন, দিদির দূত বা ভূতেরা যখন মানুষের কাছে গেছে তখন মানুষ তাদের বুঝিয়ে দিয়েছে কি রকম জনরোষ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই কারণেই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন করতে ভয় পাচ্ছে। এছাড়াও সাগরদিঘিতে উপ নির্বাচন হয়েছে। তাতেও তৃণমূল বুঝতে পেরেছেন মানুষ কি চাইছে। সেই কারণেই তারা পঞ্চায়েত নির্বাচনকে যতটা সম্ভব পেছানোর চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *