সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: মোবাইলে আসত ক্রমাগত অশ্লীল মেসেজ। সেই সঙ্গে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম শাহাদাত হোসেন। উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত বেলগাছিয়ার বাসিন্দা ওই তরুণী।
অভিযোগ, শাহাদত হোসেন নামে ওই তৃণমূল নেতা বহুদিন ধরেই অভিযোগকারী তরুণীকে উত্যক্ত করছেন। মোবাইলে অশ্লীল মেসেজ পাঠান। অশ্রাব্য গালিগালাজ করে ভিডিয়ো পাঠিয়ে হুমকি দেন। জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চান। এর প্রতিবাদ করেন ওই যুবতী।
এমনকি যুবতীকে পরিবার সহ প্রাণে মেরে ফেলার হুমকিও দেন অভিযুক্ত তৃণমূল নেতা। তরুণীর অভিযোগ, নিজেকে রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের ঘনিষ্ঠ বলে দাবি করে অভিযুক্ত তৃণমূল নেতা আরও দাবি করেন যে, পুলিশ তাঁর কিছু করতে পারবে না। আদৌ পুলিশ ব্যবস্থা নেবে না কি রাজনীতির সংযোগে ছাড় পেয়ে যাবে ওই অভিযুক্ত, আপাতত সেটাই আশঙ্কা ওই তরুণীর।