TMCP, Souvik Roy, প্যান্টের চেন খুলতে বলত… বিকৃত যৌ*ন সুখ! একাধিক ছাত্রকে যৌ*ন নির্যাতনের অভিযোগ টিএমসিপি রাজ্য সহ-সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে

আমাদের ভারত, ৬ জুলাই: মনোজিৎ মিশ্রের পর আবার কাঠগড়ায় আরো এক তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা কলেজের প্রাক্তনী। হাওড়ার নরসিংহ কলেজের প্রাক্তন টিএমসিপি রাজ্য সহ-সভাপতি সৌভিক রায়ের কু- কীর্তি এবার ফাঁস হলো। নরসিংহ কলেজের র‌্যাগিং- এর ভিডিও হাতিয়ার করে এই চাঞ্চল্যকর অভিযোগ করল এসএফআই। একাধিক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ টিএমসিপি রাজ্য সহ-সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে।

তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, জোর করে প্যান্ট খুলে তাদের যৌনাঙ্গ দেখে বিকৃত যৌন সুখ পেতেন সৌভিক রায়।

২০২৩ সালে হাওড়া জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির কপি পাঠানো হয় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও। অভিযোগ, পত্রের কপি পাঠানো হয় থানা সহ অ্যান্টি র‌্যাগিং কমিশনেও। কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এখনো নিজের পদেই বহাল তবিয়তে অভিযুক্ত বসে রয়েছেন।

একটি পরিচিত সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক অভিযোগকারী ছাত্র বলেছেন, প্রথমে রুমে আসতে বলা হত। আমি বি কম ইভিনিং কলেজ। রাত আটটার পর সবাই যখন বেরিয়ে যেত, তখন ইউনিয়ন রুমে থাকতে বলা হত। আমি আর আমার কয়জন বন্ধুকে বলেছিল চেন খুলতে, প্যান্ট খুলতে বলতো। যৌনাঙ্গ দেখতো, ভিডিও করা হতো, ছ্যাঁকা দেওয়া হতো, প্যান্টে জল ফেলে দেওয়া হতো। প্রতিবছর কোনো না কোনো ছেলেকে ধরে করতো। আমরা এটা নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য’কে জানিয়েছিলাম, কয়েকজন দাদার সাহায্যে।

শিউরে ওঠার মতো ওই অভিযোগের পর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, এই ঘটনার সত্যতা দেখলে নিশ্চিত ভাবে পদক্ষেপ করা হবে। তবে তিনি সেরকম কোনো অভিযোগ পাননি। খোঁজ নিয়ে কথা বলবেন বলেন।

এই প্রসঙ্গে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ক্যাম্পাসের মধ্যে অপরাধ চক্র সক্রিয়। এ ধরনের নেতাদের মদত দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *