অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ এপ্রিল: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে জুড়ে চলছে লকডাউন। এই অবস্থায় বাংলার নববর্ষের দিন আবার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের তৃণমূলের যুব সভাপতির সত্যকাম পট্টনায়ক। মঙ্গলবার ১লা বৈশাখের দিনে গোপীবল্লভপুর ১নং ব্লকের সারিয়া ৪ নম্বর অঞ্চলের ৫০০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন।
এ বিষয়ে তৃণমূলের যুব সভাপতি সত্যকাম পট্টনায়ক জানান, দীর্ঘ ২১ দিন লকডাউন চলার ফলে দিন আনা দিন খাওয়া মানুষদের খুব সমস্যা হচ্ছিল। তাই আজ আমরা খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিলাম। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতার কাছ থেকে সাহায্য পেয়ে খুশি অসহায় দরিদ্র পরিবারগুলো।