লাগামহীন দুর্নীতি ও কাটমানি ইস্যুতে শোকজ কুমারগঞ্জের তৃণমূল যুবনেতা অভিষেক গুহ’কে, হতে পারেন বহিষ্কারও

আমাদের ভারত, দক্ষিণ দিনাজপুর, ২৮ আগস্ট:
একাধিক দুর্নীতি ইস্যুতে এবার কুমারগঞ্জের প্রাক্তন তৃণমূল যুব সভাপতিকে শোকজ করল সংগঠন। আগামী সাত দিনের মধ্যে ছয়টি দুর্নীতির প্রশ্নের সঠিক জবাব দিতে না পারলে কুমারগঞ্জ ব্লকের ওই নেতা অভিষেক গুহকে দল থেকে বহিষ্কারও করা হতে পারে বলে দলীয় সুত্রের খবর। সম্প্রতি জেলার দুই প্রাক্তন কার্যকরী সভাপতি শুভাশিষ পাল, দেবাশীষ মজুমদার ও অপর এক নেতা সুনির্মল জ্যোতি বিশ্বাসকে শোকজ করার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য দলের সমস্ত কাজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় জেলা তৃণমূল। এবার ফের একাধিক দুর্নীতিতে অভিযুক্ত কুমারগঞ্জের ওই যুব নেতাকে শোকজ করে দলের স্বচ্ছ ভাবমূর্তী সামনে আনতে চাইছে জেলা নেতৃত্ব বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

তবে তিন নেতার শোকজের ঘটনা সামনে আনা হলেও, ওই দুর্নীতিগ্রস্থ নেতার শোকজের বিষয় সামনে না আসায় প্রশ্ন উঠতে শুরু করেছিল জেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় অভিষেক গুহর শোকজ লেটার সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় জেলাজুড়ে। খোদ ওই ব্লকের তৃণমূল নেতা রাজু সিংহ রায়ের ফেসবুক থেকে ওই চিঠি পোস্ট হতেই সামনে আসে যুব নেতার লাগামহীন দুর্নীতির চিত্র। যদিও পরে নিজের ফেসবুক থেকে ওই পোস্টটি ডিলিট করে দিয়েছেন কুমারগঞ্জ ব্লকের তৃণমূল নেতা রাজু সিংহ রায়।

শোকজ করা ওই চিঠিতে দলের তরফ থেকে অভিষেক গুহর কাছে জানতে চাওয়া হয়েছে তার পাহাড় প্রমাণ দুর্নীতির একাধিক বিষয় নিয়ে। যার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে তুলে ধরা হয়েছে দলের ক্ষমতা ব্যবহার করে সমস্ত সরকারি কাজ কিভাবে তার নিজের দুইটি এন্টারপ্রাইজের মাধ্যমে তুলেছেন। যার মালিক তিনি নিজে এবং পরিবারের অন্য কেউ রয়েছেন। সরকারি রয়্যালিটি না দিয়ে ব্লকে যুব সভাপতির পদের অপব্যবহার করে বালি ও মাটির রমরমা ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারি কলেজের প্রাচীর ভেঙ্গে অবৈধ বালি ও মাটির ব্যবসা চালাবার অভিযোগ। ব্লকে তার ব্যবসার প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি কনস্ট্রাকশনের কাজে কাটমানি চাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার কাজকর্ম ও গতিবিধিতে ব্লকে তৃণমূলের যে ভাবমূর্তি অনেকটাই খারাপ হয়েছে তাও উল্লেখ করা হয়েছে দলের তরফে করা শোকজের ওই চিঠিতে। আগামী সাতদিনের মধ্যে তার উত্তর দেবার স্পষ্ট বার্তা দিয়ে দলের তরফে অভিষেক গুহকে দিয়ে চিঠি রিসিভও করিয়ে নেওয়া হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে যে দল মরিয়া তা যেন একপ্রকার স্পষ্ট হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুরে।

যদিও এব্যাপারে জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস জানিয়েছেন, দলের বাইরে কেউ নন। দলের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ তারিখে তিনজনের পর ২৫ তারিখে অভিষেক গুহকে শোকজ লেটার ধরানো হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলির সঠিক জবাব দিতে না পারলে দল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *