আশিস মণ্ডল, রামপুরহাট, ৫ নভেম্বর: কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থানে বসল তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন। একই সঙ্গে রেল
স্টেশন চত্বরে সাধারণ খেটে খাওয়া মানুষের উপর অনৈতিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সংগঠন। রামপুরহাট স্টেশন চত্বরে বসা ওই অবস্থান বিক্ষোভ চলে দুপুর পর্যন্ত। অবস্থান বিক্ষোভে দলের ছয়টি শ্রমিক সংগঠন অংশগ্রহণ করেছিল। সংগঠনের দাবি, কোনও মতে রেলকে বেসরকারিকরণ করতে দেওয়া চলবে না। নিত্যযাত্রী, হকার, টোটো, অটো চালকদের উপর অত্যাচার বরদাস্ত করা হবে না।
সংগঠনের রামপুরহাট মহকুমা সভাপতি আব্দুর রেকিব বলেন, “কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের সিদ্ধান্তকে আমরা রুখে দেব। কারণ বেসরকারিকরণ করা হলে ট্রেনে ভ্রমণ মধ্যবিত্ত মানুষের কাছে বিলাসিতার ব্যাপার হয়ে যাবে”।