সাথী দাস, পুরুলিয়া, ২৮ সেপ্টেম্বর: পুরুলিয়ার জয়পুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট বাক্সে থাবা বসাল বিজেপি। এখন প্রায়শই তৃণমূল সমর্থিত মুসলিম পরিবার বিজেপিতে যোগ দিচ্ছে।সোমবারও জয়পুরের সিধি জামড়া অঞ্চলের ৩৭টি মুসলিম পরিবারের ১৯২ জন তৃণমূল সমর্থক বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো।
চার দিন আগে বিজেপির চা চক্র কর্মসূচিতে ৬০টি মুসলিম পরিবার সহ তৃণমূল থেকে ৯২০ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন।
বিজেপি নেতা শঙ্কর মাহাতো বলেন, “শাসক দল তৃণমূলের সঙ্গে থেকে বিতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগ দিল এই পরিবারগুলি। এছাড়া এঁরা আজও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এই বঞ্চনা থেকে মুক্তি পেতেই বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তাঁরা।”