সাথী দাস, পুরুলিয়া, ৫ সেপ্টেম্বর: পুরুলিয়ার বাঘমুন্ডির বুরদা কালিমাটি অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন দলের ৭২৫ জন কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন। আজ স্থানীয় পাটটাইড় গ্রামে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সেখানেই এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময়।

ওই অনুষ্ঠানের আহ্বায়ক তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো জানান, “এদিন তৃণমূল কংগ্রেস থেকে ৪৮৩ জন, কংগ্রেস থেকে ১৭৮ জন, সিপিএম ও ফরোয়ার্ড ব্লক থেকে ৬৪ জন সহ মোট ৭২৫ জন বিজেপিতে যোগদান করেন। এঁরা সবাই বুরদা কালিমাটি অঞ্চলের বাসিন্দা।”


