আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ মে: সিপিআই ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় বাড়িতে ঢুকে মারধর ও বাড়ি ভাঙ্গচুর করার অভিযোগ উঠেছে সিপিআই’য়ে র বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার রবীন্দ্রপল্লী এলাকায়।
সিপিআই ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নরোত্তম চক্রবর্তীর অভিযোগ, সিপিআই দলের কিছু লোক আজ আমাদের বাড়িতে ঢুকে আমার মা-বাবাকে বাঁশ দিয়ে মারধর করে এবং বাড়ির জিনিসপত্র ভেঙ্গে দেয়। এরা সবাই স্থানীয় সিপিআই নেতা আয়ুব আলীর নেতৃত্বে এসেছিল। নরোত্তম বাবু বলেন, সিপিআই ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণেই তারা হামলা চালিয়েছে। মায়ের গলার সোনার চেন ও আলমারি ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা নিয়ে চলে গেছে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।