আমাদের ভারত, হাওড়া, ২৯ ডিসেম্বর: প্রকাশ্য দিবালোকে হাওড়ার শালিমারে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত তৃণমূল কর্মীর নাম ধর্মেন্দ্র সিং (৪০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে শালিমার ৩নং গেটের কাছে।
জানাগেছে, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ মৃত তৃণমূল কর্মী তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে চেপে ব্রিজে ওঠার সময় পিছন দিক থেকে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী ধর্মেন্দ্র সিংকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে।
দুষ্কৃতীদের ছোড়া গুলি তৃণমূল কর্মীর মাথায় লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলি ছোড়ার পর অবশ্য দুই দুষ্কৃতী ব্রিজের উপর দিয়ে পালিয়ে যায়।
এদিন দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধর্মেন্দ্র সিংয়ের খুনের ঘটনায় বিরোধীদের হাত থাকার অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়।
অন্যদিকে তৃণমূল কর্মীর মৃত্যুর খবর পাওয়ার পরেই শালিমার ৩ নং গেট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধের পাশাপাশি বেশ কয়েকটি দোকানে ভাঙ্গচুর চালায় এবং বাসে আগুন ধরিয়ে দেয়। পরে বি গার্ডেন থানার পুলিশ ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।