আমাদের ভারত, আরামবাগ, ১৯ অক্টোবর: এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের কালিপুর এলাকায়। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম ইয়াকুব আলী। আহত হয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি ওই কর্মী। অভিযোগ, ওই তৃণমূল কর্মী যখন কালিপুর এলাকায় যাচ্ছিলেন সেই সময় অতর্কিতে বিজেপির লোকজন লাঠি দিয়ে তাকে ব্যাপক মারধর করে। আহত তৃণমূল কর্মীকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরামবাগ মহকুমা হাসপাতালে আহত দলীয় কর্মীকে দেখতে যান তৃণমূল নেতা স্বপন নন্দী তিনি বলেন, আমাদের কর্মীকে মারধর করেছে বিজেপির লোকজন। আমরা কর্মীদের বলেছি আইন কেউ হাতে নেবে না। পুলিশকে জানাবো পুলিশ ব্যবস্থা নেবে।
বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, দিনের বেলা মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছিল সেই সময় গাড়িতে চাপা পড়ে আহত হয়। মিথ্যা দোষ চাপিয়ে দিচ্ছে বিজিপির দিকে। পুলিশ প্রশাসনকে বলি এসব ঘটনায় আমাদের বিজেপি কর্মী দেখে ফাঁসানোর চেষ্টা করলে আমরা আন্দোলনের পথে যাবো।