গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৮ জুলাই: তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মীকে পুড়শুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। ঘটনাটি ঘটেছে প্রশ্নটা হাটি এলাকায়। আহত তৃণমূল কর্মীর নাম উজ্জ্বল কোটাল। এই ঘটনায় পুড়শুড়া থানায় বিজেপির চার জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
জানা গেছে, ওই তৃণমূল কর্মী তৃণমূলের দলীয় পতাকা টাঙিয়ে ছিলেন। মঙ্গলবার রাতে তৃণমূলের দলীয় পতাকা টাঙ্গানোর জন্য তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এই ঘটনায় বিজেপির চারজনের নামে পুড়শুড়া থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। যদিও ঘটনায় পুরোটাই অস্বীকার করেছে বিজেপি।
বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। মিথ্যা দোষারোপ করছে তৃণমূল। বিজেপির কর্মীকে মারধর করে বাড়ি ভাঙ্গচুর করেছে তৃণমূল।