অকাল হোলি উৎসব বালুরঘাটে, উপনির্বাচনে জয়ের আনন্দে সবুজ আবীর মাখলেন তৃণমূল নেতা কর্মীরা

আমাদের ভারত, বালুরঘাট, ২৮ নভেম্বর: খড়গপুর, করিমপুরের পাশাপাশি কালিয়াগঞ্জে বিজেপির মুখের গ্রাস ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। তিনটি বিধানসভা উপনির্বাচনে রাজ্যের শাসক দলের জয় সামনে আসতেই জেলায় জেলায় বিজয় উৎসবে মাতলেন দলীয় কর্মী সমর্থকরা। দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে সবুজ আবীর উড়িয়ে ঢাকঢোল বাজিয়ে বিশাল র‍্যালি করেন জেলা নেতৃত্বদের পাশাপাশি প্রচুর কর্মী সমর্থকরা। রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করে সাধারণ মানুষের ভোট পেয়েছেন দাবি জেলা নেতৃত্বদের। আগামী নির্বাচনগুলিতেও এমন জয় অব্যাহত থাকবে বলেও মন্তব্য নেতৃত্বদের।

উল্লেখ্য, কালিয়াগঞ্জ আসনে এই প্রথম জয়ের মুখ দেখল শাসক দল তৃণমূল। কালিয়াগঞ্জ বিধানসভায় ২৩০৪ ভোটে জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থী তপন সিংহ। একই ভাবে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গড় খড়গপুরেও একাদশ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী ১৬৩৫৫ ভোটে এগিয়ে গিয়েছেন। অন্যদিকে করিমপুর উপ নির্বাচনে বিজেপির হেভিওয়েট প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে পেছনে ফেলে ষষ্ঠ রাউন্ডেই ২৫৫৪১ ভোটে এগিয়ে যায় তৃণমূল প্রার্থী। যার আনন্দ উপচে পড়ল সীমান্তবর্তী শহর বালুরঘাটেও। সবুজ আবীর মেখে কর্মীদের সাথে গা ভাসালেন দলীয় নেতৃত্বরাও।

জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দেবাশিষ মজুমদার বলেন, উন্নয়নের পাশেই রয়েছে মানুষ। তৃণমূল কংগ্রেসের এমন বিপুল জয়ে আনন্দে সামিল হয়েছেন শহরের সমস্ত মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *