জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ অক্টোবর: জঙ্গিপুর, সামশেরগঞ্জ ও ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়লাভে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে তৃণমূল নেতাকর্মীরা বিজয় উৎসবে মেতে ওঠেন। গণনা শুরু হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা ক্রমশ এগিয়ে যেতে থাকলে নেতা কর্মীরা আবির মেখে বিজয় উৎসবের সূচনা করে দেন। কেশপুর ব্লকের ১ নং অঞ্চলে বিজয় উৎসবে ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সেখ হবিবুর রহমান ব্লক তৃণমূল এসি সেলের সভাপতি কিঙ্কর মল্লিক ও অঞ্চল সভাপতি নারায়ণ মন্ডলের নেতৃত্বে বিজয় মিছিল বের হয়।
সামশেরগঞ্জ, জঙ্গিপুরের প্রার্থীদের পাশাপাশি বিশেষ করে ভবানীপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড ব্যবধানে জয়লাভ উপলক্ষ্যে মেদিনীপুর শহরেও বিভিন্ন ওয়ার্ডে বিজয় উৎসব শুরু হয়ে যায়। পৌরসভার ১৪ নং ওয়ার্ড এলাকায় পৌরপ্রশাসক বোর্ড সদস্য বিশ্বেশ্বর নায়েকের নেতৃত্বে তাসা ব্র্যান্ডপার্টি নিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠে এলাকার কর্মীরা। বিজয় মিছিল থেকে পথচলতি মেদিনীপুরবাসীকে মিষ্টিমুখ করানো হয়।মিছিল সংগঠিত হয় ভোলাময়রার চক, সাহেব পুকুর চক, চিড়িমারসাই সহ বেশ কয়েকটি এলাকাতেও।
নন্দীগ্রামে কারচুপি করে মমতা ব্যানার্জিকে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলে এবং আজ তার ঐতিহাসিক জয় নিয়ে উৎসব পালন করেন পিংলার বিধায়ক অজিত মাইতি। দলনেত্রী ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় খড়্গপুর ২ নং ব্লকে তৃণমূল কর্মীদের নিয়ে আবির খেলায় মেতে ওঠেন বিধায়ক।