“দিল্লির অ্যাজেন্ডা পূরণ করছেন পক্ষপাত দুষ্ট রাজ্যপাল”, অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ৩০ ডিসেম্বর: তিনি নিজে রাজ্যের সাংবিধানিক প্রধান। অথচ কাজের শুরু থেকে আজ পর্যন্ত দিল্লির শাসক দলের এজেন্ডা পূরণ করে চলেছেন। কোনওদিন কোনও সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের পক্ষে তাকে নিতে দেখা যায়নি। সংবিধান লাগাতার লঙ্ঘন করে চলেছেন জগদীপ ধনকর। প্রতিবাদে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।

বুধবার রাজ্যপাল জগদীপ ধনকরের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস। তাতে সরাসরি দিল্লির শাসক দলের কাজ করছনে রাজ্যপাল এমনই অভিযোগ জানানো হয়েছে। সাংবাদিক বৈঠক করে সরাসরি এমনই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়।

তিনি জানিয়েছেন, বিরোধী দলের স্বার্থ রক্ষার্থে সবসময়ই তৎপর রাজ্যপাল। কখনো প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছেন। রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ে প্রশ্ন তুলছেন, এমনকী পুলিশের তালিকা তৈরি করছেন। আবার কখনো কিছু ঘটনা ঘটলেই মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠাচ্ছেন। রাজ্যপালের আসনে বসে তিনি যা করছেন তা অন্তত রাজ্যপাল সুলভ নয়। বিধানসভার সার্বভৌমত্বে আঘাত হেনে বিল পাস করতে চাইছেন না। তার প্রতিবাদে এবার সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, রাজ্যপাল দায়িত্ব নেয়ার পর থেকেই নবান্ন রাজভবনের সম্পর্কের তিক্ততা স্পষ্ট। রাজ্য প্রশাসনের ন্যূনতম গাফিলতি হোক অথবা না হোক, বরাবরই টুইটারের মাধ্যমে আক্রমণ জারি রাখেন রাজ্যপাল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার ঘটনার পর সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছিলেন রাজ্যপাল। তিনি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে বলেছিলেন। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের ২১ জনের তালিকা তিনি তৈরি করে রেখেছেন বলেও প্রকাশ্যে দাবি করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *